অবতক খবর,২৫ আগস্ট: অস্বাভাবিকভাবে চুরি হলো এক ডেকোরেটরের দোকানে। সিসি টিভির ফুটেজে ভেসে উঠলো সেই চিত্র।

সাহসিকতার সহিত নির্দ্বিধায় এক মহিলা দোকানে ঢুকে নাজির মাইক সাউন্ড & ডেকোরেটরের দোকান থেকে ৩০,০০০/- টাকা নিয়ে চম্পট দেয়।

পরিবার সূত্রে জানা যায়, তারা সেই ফুটেজ দেখে বিভিন্ন জায়গায় ওই মহিলাকে খোঁজাখুঁজি করেন।
কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি।

এই নিয়ে জঙ্গিপুর পুলিশ ফাঁড়িতে তারা অভিযোগ করেন এবং ওই অভিযুক্তকে আটক করে যথোপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানান।