অবতক খবর ,সম্পা ভট্টাচার্য্য , জলপাইগুড়ি :- দোকানে রাখা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুন ধরে গেল দোকানে। আগুনে আহত হয়েছেন দোকানদার।বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার অসম বাংলা সীমান্তের বারোবিশা সংলগ্ন ভাঙা পাকড়িগুড়ি এলাকায় ।

এদিন দোকান মালিক নকুল বর্মন তার দোকানে রাখা গ্যাসের ওভেনে গ্যাস লাইটার দিয়ে আগুন ধরাতে যায়। গ্যাস লাইটারটি জ্বালানো মাত্র দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।আগুনে নকুল বর্মনের দুটো হাতই পুড়ে যায়।

ঘটনায় হতচকিত হয়ে প্রাণ বাঁচাতে দৌড়ে দোকানের বাইরে বেরিয়ে আসেন নকুলবাবু ।কিন্তু ততক্ষণে আগুন লেগে যায় পুরো দোকানে। স্থানীয় বাসিন্দারা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ।

খবর দেওয়া হয় বারোবিশা দমকল কেন্দ্রে ।দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত নকুল বর্মন কে চিকিৎসার জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।