অবতক খবর :: কল্যাণ দত্ত :: মদের দোকান খোলার পরই মাত্র ১০ ঘন্টাতেই ১০০ কোটি টাকার মদ বিক্রি হলো বাংলায়। সোমবার বিকেল তিনটে থেকে খোলা হয় মদের দোকান। এরপর মঙ্গলবার বেলা ১২ টা থেকে ৭ ঘন্টার জন্যে খোলা হয় লিকার সপ। দিনের শেষে জানা যায় প্রায় ৬৫ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়। কলকাতায় কোনো কোনো দোকানে ৮-৯ লক্ষ টাকার মদ বিক্রি হয় বলে জানা যায়।
গত দুই দিনে বর্ধমান জেলায় মদ বিক্রি হয় প্রায় এক কোটির ওপর। প্রথম দিন ১৭১ টি দোকানে মোট ৫৭৩৭ লিটার এবং দ্বিতীয় দিনে ১৭ হাজার লিটার মদ বিক্রি হয় বলে জানা যায় আবগারি দপ্তর সূত্রে। তবে কোনো ক্রেতাকে দুটির বেশি বোতল দেওয়া হয়নি। বেশ কিছু রিটেলারদের দাবি সোমবার যদি পূর্ণ সময় পর্যন্ত দোকান খোলা থাকতো তবে বিক্রির মূল্য অনেক বেশি হতো।
অন্যদিকে দোকান খুলতেই যেন হামলে পড়েছিল ক্রেতারা। সামাজিক দূরত্ব বজায় না রেখেই ভিড় জমায় দোকানের সামনে। পরিস্থিতি সামাল দিতে কোথাও কোথাও পুলিশকে লাঠি চার্জ করতে হয়।