অবতক খবর, সংবাদদাতা, মুর্শিদাবাদ :: দোল উৎসবের দিনে দুই পক্ষের বচসার জেরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বড়োয়া থানার কাঁকড়া গ্রাম।
এই ঘটনার অভিযোগের তীর উঠেছে স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে।সূত্রের খবর গ্রাম পঞ্চায়েতের সদস্য তরুণ ভললা বিগত কবছর ধরে গ্রামেরএকাধিক মানুষকে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করেছেন।তিনি সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন তাই এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়ে অভিযুক্ত তরুণ ভল্লার সাথে বচসা হয় ওই গ্রামের বাসিন্দা কার্তিক ভল্লাও তার পরিবারের। তারপরে অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে কার্তিক ভাল্ললা।
পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতিবাদে ও তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার দায়ে, আজ অভিযুক্ত ওই পঞ্চায়েত সদস্য নেশাগ্রস্ত অবস্থায় অভিযোগকারী কার্তিক ও তার পরিবারের মহিলাদের ওপর আক্রমণ চালায়। এরপরে শুরু হয় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ইট বৃষ্টি।দোল উৎসবের দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাঁকড়া গ্রামে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতান হয়েছে বড়োয়া থানার পুলিশ।