এই সময় পরিস্থিতি তুমি
দো-আঁশলা
তমাল সাহা
(সরোজ দত্তের মুখ সামনে রেখে)
কনডোম পরা কবিরা বলে শিরদাঁড়া রাখো টানটান।
তুমি বলো, সব ঋতুই অক্ষর সাজায়
কিবা আসে যায় হোকনা মাস বৈশাখ জ্যৈষ্ঠ বা আষাঢ় অঘ্রান!
শব্দই আনে মেঘবৃষ্টি ঝড়জল বজ্রবিদ্যুৎ
তুমি;বলো বাস্তবের দিকে রাখো চোখ।
প্রেমের পদ্যে প্রেমিকাকে পাশে নাও
মিছিলেও হাঁটতে হবে বলে রাখো এক রোখ।
ছন্দে লিখেও ছন্দ ভাঙো তুমি
প্রশ্ন তোলো কবিতা কেন পোস্টার হবে না?
আমার বন্ধুবিপ্লবীরা একথা শোনে
লেখার সময়েৎকৌশল করে তোমাকে মানে না।
অদ্ভুত আচরণ তাদের কেউ উন্নাসিক।
বলে, কবিতা হলো না এ বড়ো রাজনৈতিক!
অথচ তোমার জন্মমৃত্যু দিন তোমাকে স্মরণ করে দেখায় সে বড় বৈপ্লবিক।
কবিতা শুধু অমিত্রাক্ষর হবে কেন, কেন চতুষ্পদী!
রাষ্ট্রের বিরুদ্ধে কবিতা লেখো তুমি
সেখানে তো শব্দের সম্ভার বহুপদী।
সঙ্গে থাকবে জনতা, হাঁটবে সশস্ত্র জনপদই।
দোয়াশ মাটিতে ভালো চাষবাস হয়
দো-আঁশলা কবিকে আমার বড় ভয়!