অবতক খবর , শিলিগুড়ি : লকডাউনে প্রায় বন্ধ সব দোকান বাজার। শিলিগুড়িতে আজ দ্বিতীয় দিনের লকডাউনে বাইরে বের হতে সাহস করেন নি কেউই। এমনিতে গত কয়েকদিনের তুলনায় কাল বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, আক্রান্তের সংখ্যা বেড়েছে দেশেও তাই অনেকেই আজ দ্বিতীয় দিনের লকডাউনে বাইরে বের হতে সাহস করেন নি। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় আজ পুরোপুরি বন্ধ ছিলো। গতকাল যাওবা লোকজন বাইরে ছিলো আজ বিশেষ কাউকে দেখা যায় নি, শিলিগুড়ির বিশেষ বিশেষ কয়েকটি বাজার আজ সকাল থেকেই বন্ধ ছিলো পুরোপুরি।
লকডাউনে আজ সকালে দেখা যায় নি কোন সবজী এবং মাছওয়ালাকেও। দেখা যায় নি অন্য কোন ফেরিওয়ালাকেও। বন্ধ ছিলো পাড়ার অন্যান্য দোকানপাটও। শিলিগুড়ির বেশ কয়েকটি জায়গাতে আজ সকাল থেকেই পুলিশের কড়া পাহাড়া ছিলো,বিশেষ করে মোড়ে মোড়ে পুলিশের বড় পিকেট বসানো ছিলো। আজ লকডাউনের কারনে বন্ধ সমস্ত খবরের কাগজের দোকানও অনেকের বাড়িতে কাগজ না আসায় কাগজের নেশায় তারা বাইরে বের হয়ে যান,আজ শিলিগুড়িতে লকডাউনের কারনে বন্ধ বেশ কিছু ওষুধের দোকানও। আওতার বাইরে থাকলেও কেন বন্ধ রাখা হয়েছে ওষুধের দোকান তা নিয়েও কথা উঠছে, এতে মুষ্কিলে পড়ে গেছেন সাধারণ মানুষ। অনেকেরই ঘরে প্রয়োজনীয় ওষুধ না থাকায় বাইরে বের হয়ে দোকান বন্ধ থাকায় মুষ্কিলে পড়ে গেছেন।
আজ দ্বিতীয় দিনের লকডাউনেও প্রশাসনকে কড়া হাতে অবস্থা সামলাতে দেখা গেছে।কোথাও একজনের বেশী দুজন থাকলেই বাইরে বের হবার কারন জিঞ্জাসা করা হচ্ছে।সব মিলিয়ে আজ সকাল থেকেই দ্বিতীয় দিনের লকডাউনেও সাড়া সাধারণ মানুষের।