অবতক খবর , শিলিগুড়ি : দ্বিতীয় সেবক ব্রীজের দাবীতে আন্দোলনে নামল ডুয়ার্স ফোরাম। দীর্ঘ বছরের ব্রিজ করোনেশন ব্রিজ, বর্তমানে যার সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অনেকেই। ডুয়ার্সের সাথে শিলিগুড়ির যোগাযোগের এক গুরত্বপূর্ন মাধ্যম এই ব্রিজ, ব্যাবসার খাতিরে প্রতিদিন প্রচুর মানুষকে আসতে হয় এই রাস্তা দিয়েই। সেইসাথে মালবোঝাই প্রচুর গাড়ির সর্বক্ষণের যাতায়াত।
এদিকে ব্রিজের বেহাল অবস্থা, পাহাড়ের ধ্বস সবকিছু মিলিয়ে সমস্যায় ভুগছেন ডুয়ার্সের মানুষেরা। ২০১১ সাল থেকেই তাই দ্বিতীয় সেবক ব্রিজের দাবিতে আন্দোলনে নেমেছে ডুয়ার্স ফোরাম। বিভিন্ন মহলে দাবি জানিয়ে শুধু আশ্বাসই মিলেছে, কাজ শুরু হয়নি এখনও। তবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সম্পাদক চন্দন রায় জানান, আগামী ২৪ সেপ্টেম্বর মালবাজারে এক অবস্থান বিক্ষোভে সামিল হবেন তারা। এছাড়াও একাধিক কর্মসূচী রয়েছে তাদের।