নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::     কোতুলপুর বিধানসভা গোপীনাথপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ‍্যোগে পেট্রোল, ডিজেল ও রান্নার গ‍্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে মন্ত্রী শ্যামল সাঁতরা সাইকেল নিয়ে প্রতিবাদ মিছিল করেন। এই সাইকেল মিছিলে প্রায় সাড়ে ৫০০ তৃণমূল কংগ্রেসের কর্মী সাইকেল নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হয়।

 

পেট্রোল, ডিজেল ও রান্নার গ‍্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধি, কেন্দ্র সরকারের কূটনৈতিক নীতি সহ বিভিন্ন প্রতিবাদে কোতুলপুর বিধানসভার গোপীনাথপুর ব্লকের বিভিন্ন প্রান্তে সাইকেল নিয়ে প্রতিবাদ মিছিল করেন। এবং গোপীনাথপুর অঞ্চলের বাড়িতে বাড়িতে গিয়ে তৃনমূল কংগ্রেসের বার্তা পৌঁছে দেন তৃণমূল কর্মী সমর্থকরা। পেট্রোল, ডিজেল ও রান্নার গ‍্যাসের মূল্য বৃদ্ধি ও সরকারের বেসরকারি করন, দেশ বিরোধী ও জনবিরোধী নীতি ও সহ বিভিন্ন দুর্নীতি নিয়ে জোর স্লোগান তুলেন তৃনমূল সমর্থকরা।

মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, কোতুলপুর গোপীনাথপুর অঞ্চলের মানুষের মধ্যে একটা উন্মাদনা দেখলাম তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের আস্থা, ভরশা আছে। বিজেপি একের পর এক জিনিস পত্রের মূল্য বৃদ্ধি ও বিভিন্ন সংস্থা গুলিকে বিক্রি করে দেওয়ার যে পরিকল্পনা করেছেন তার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন সেই বার্তা তারা প্রদান করেছে।