অবতক খবর,১৩ জুলাই: কলকাতা মেট্রোর পার্পল লাইনের ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের নির্মাণ কাজ নির্বিঘ্নে চলছে।
রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) কে এই 325-মিটার দীর্ঘ ভূগর্ভস্থ স্টেশনটি তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং এর প্ল্যাটফর্ম স্তরটি পৃষ্ঠ থেকে 14.7-মিটার গভীরতায় থাকবে।
এই আন্ডারগ্রাউন্ড স্টেশন নির্মাণের জন্য প্রয়োজনীয় এলাকার ব্যারিকেডিং ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে আরভিএনএল ইঞ্জিনিয়াররা এই স্টেশনের ডায়াফ্রাম ওয়াল (ডি-ওয়াল) নির্মাণে ব্যস্ত। এ পর্যন্ত 170 মিটার দীর্ঘ ডি-ওয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে।
এই স্টেশনে 709 মিটার দীর্ঘ ডি-ওয়াল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। আরভিএনএল এই কাজটি প্রায় চার মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করেছে। এর পরে, মাটি খনন এবং স্টেশন স্ল্যাব নির্মাণ শুরু হবে।