অবতক খবর,৭ আগস্টঃ ধনিয়াখালি বিধানসভার বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় এবার সিবিআই তদন্তে দাবি জানালেন বিজেপি হুগলী সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার। বিজেপি নেতা সুদীপ ঘোষের রহস্য মৃত্যুতে গতকালই তার স্ত্রী সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। আজ তাদের পরিবারের সাথে দেখা করে বিজেপি নেতাও সিবিআই তদন্তের দাবিতে শরব হলেন।
শনিবার কল্যানীর গীতাঞ্জলি হোটেল থেকে ধনিয়াখালি বিধানসভার বিজেপি মন্ডল-২ এর নবনিযুক্ত সভাপতি সুদীপ ঘোষের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে বিজেপি নেতা আত্মহত্যা করেছেন। যদিও মৃতের পরিবার ইতিমধ্যে ঘটনাটি পরিকল্পিত খুন বলে অভিযোগ দায়ের করেছে এবং মৃত সুদীপ ঘোষের স্ত্রী তার স্বামীর মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন। ঘটনায় বিজেপি নেতৃত্ব হোটেলের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে,পাশাপাশি ঘটনাটি যে স্বাভাবিক মৃত্যু নয় ,তার সঠিক তদন্ত হওয়া উচিত সেই দাবিতে ও সরব হয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। এমতাবস্থায় শোকার্ত পরিবারের সঙ্গে আজ দেখা করলেন বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার, বিজেপি যুব নেতা সুরেশ সাউ সহ বিজেপির এক প্রতিনিধি দল।। পরিবারের সাথে কথা বলে তদন্তে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মৃতের পরিবারকে।
পরিবারের সদস্যদের সাথে দেখা করার পর হুগলি বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, বাড়ির লোক সিবিআই তদন্তের দাবী জানাচ্ছেন , সেক্ষেত্রে আমাদের যতটুকু যা করার তা আমরা করব। আমরা কিছুতেই এই তদন্ত থেকে পিছু হটে আসবো না। আমরাও সিবিআই তদন্ত চাই। কারন রাজনীতি করতে গিয়ে অনেক মিথ্যা কেস খেয়েছে মৃত বিজেপি নেতা। তাই এই ঘটনা কি ভাবে ঘটেছে, কারা ঘটিয়েছে, কেন ঘটেছে তার পরিষ্কার তথ্য আমাদেরও পরিবারের লোককে জানাতে হবে।