ধর্মঘটে মিশ্র সাড়া মিলেছে মেদিনীপুরের দাসপুর এলাকায়

নিজস্ব সংবাদদাতা  :: অবতক খবর :: মেদিনীপুর:: কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ২৪ ঘণ্টার বনধকে ঘিরে গোটা রাজ্যের সাথে পশ্চিম মেদিনীপুরের দাসপুর , কেশপুর এলাকায় রাজনৈতিক পারদ ছিল তুঙ্গে।

বুধবার এই বনধকে সফল করে তুলতে দাসপুর বাম ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে গোরা বাজারে জমায়েত হয়ে রাস্তার ওপর বসে পড়ে বাম সমর্থকরা। তারা কোনো বেসরকারি বাস , লরি, ইত্যাদি কোনো যানবাহনকে চলাচল করতে দেয় নি।

তবে সরকারি বাস চললেও যাত্রী সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য। অন্যদিকে বাম জমানায় যে কেশপুর ছিল সিপিএমের আঁতুরঘর, সেই এলাকায় আজ কোনো বনধের প্রভাব পড়ে নি। কয়েকদিন আগে কেশপুর বাজারে বামফ্রন্টের পক্ষ থেকে ধর্মঘটের সমর্থনে মিছিল করা হলেও আজ সমস্ত দোকানপাট খোলা ছিল।

কেশপুর বাসস্ট্যান্ডে অন্যান্য দিনের মত যাত্রীদের দেখা গিয়েছে। আজ যে ধর্মঘট সেটা বোঝার উপায় ছিলো না। গ্রামীন বাজারও রমরমিয়ে চলছে। এলাকার প্রাথমিক, অঙ্গনওয়াড়ি ও উচ্চবিদ্যালয় গুলি খোলা দেখা গেছে। সরকারি দপ্তরেও কর্মচারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।