অবতক খবর,১০ মার্চঃ ধর্মঘটে সামিল নৈহাটি পৌরসভার বাম শ্রমিক কর্মচারীরা। বেলা ১০.৩০ মিনিটে পুরসভার গেটে জমায়েত হয়ে ধর্মঘটের সমর্থনে কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। নৈহাটি পৌর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দেবজিত ব্যানার্জী বলেন, মন্ত্রী, বিধায়কদের ভাতা তিনগুন বেড়েছে । গ্যাসের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে পুরসভায় প্রচুর অস্থায়ী কর্মী রয়েছে।যদিও তারা তৃনমূল করে ।
কিন্তু ভবিষ্যৎ তাদের কি হবে? তাই আজ তারা পৌরসভায় কাজে যোগ দিচ্ছেন না। পাশাপাশি নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি জানান ১৯৫৪ সালের সুপ্রিম কোর্টের ভার্টিকা অনুযায়ী ডিএ সরকারি অনুদান মাএ। আজকের এই ধর্মকোটের দিনে পৌরসভার ৩-৪ জন বাদ দিয়ে সকল কর্মচারী যোগদান করেছে বলে জানান।