ধর্মনিরপেক্ষতা
তমাল সাহা

অদ্ভুত আশ্চর্য কথা
ক্রমাগত শুনি হায়!
রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ হতে চায়।
অথচ মৌলবাদী তাণ্ভব–
রক্তপাত, হত্যা, অগ্নিদাহ
ঘটতেই থাকে, ঘটে যায়।

আর ঘটনা ঘটার পর
একথা বারবার শোনা যায়…
রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ হতে চায়
একথা শুধূ লেখা থাকে
বড় করে সংবিধানের পাতায়।

রাষ্ট্র তবে কি নিজেই দাঙ্গা চায়!
ভোট লুকিয়ে রেখে মাথায়
সেক্যুলার! সেক্যুলার! বলে
ফেরিওয়ালার মতো চ্যাঁচায়!

সংখ্যালঘু! সংখ্যালঘু!
ধর্মীয় সমবেদনার সুড়সুড়ি
মুখমিষ্টি কথায় কথায়।
আর আমরা গর্দভ নন্দন
আনন্দে ভেসে যাই হাওয়ায়…