অবতক খবর, সংবাদদাতা , মোথাবাড়ি:- করোনা আবহে কর্মহীন হয়ে পড়েছিলেন মোথাবাড়ি থানার খেত মজুরেরা। এরপর ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মানুষের কর্মজীবন। এরই মধ্যে শুরু হয়েছে আমন ধান কাটার কাজ। আর কাজে যাওয়ার প্রথম দিনেই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। জখম হন ১৭ জন খেত মজুর।
তাঁদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে ইংলিশবাজার থানার শোভানগর সংশ্লিষ্ট মাদিয়াঘাট এলাকায়। জানা গেছে, দুর্ঘনাগ্রস্ত খেত মজুরদের বাড়ি মোথাবাড়ি থানার আজগুবি, বাঁধপাড়া, কুড়ানটোলা, গ্রামে। ঘটনার খবর পাওয়া মাত্রই ছুটে আসেন পরিবারের লোকেরা। জানা গেছে, খেতমজুর বোঝাই মিনি ট্রাকটি দিনাজপুরের ডালখোলার কাছে আব্দুলপুরে যাচ্ছিল। বাড়ি থেকে প্রায় ৪০ কিমি দূরে মাদিয়া ঘাটের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। স্থানীয়রা সঙ্গে ছুটে এসে জখমদের উদ্ধার করে টোটো করে মিল্কি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর কয়েক জনকে ছেড়ে দেওয়া হয় কিন্তু ১২ জন আহতকে মালদা মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। জানা গুরুতম জখম মঞ্জুর শেখ(৪৫), আসরাফুল শেখ(৪২), আনসুর শেখ(৪৫), সামসুল শেখ(৪০)কে কলকাতায় স্থানান্তরিত করার কথা জানিয়েছেন চিকিৎসকগন। এক জখমের আত্মীয় সাবির আলম বলেন,‘লকডাউনের পর কাজ শুরু হয়েছে। গ্রামের ১৭ জন যাচ্ছিলেন ডালখোলায়। সেখানে মাস খানেক থাকার কথা ছিল তাঁদের। আমন ধান কাটার কাজ শুরু হয়েছে। কিন্তু তার আগেই বিপত্তি।’