অবতক খবর,১২ মার্চ: ধাপে ধাপে এগিয়ে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কাজ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। দাসপুরে তৈরি হতে চলেছে পাঁচটি পাকা সেতু। খুশি এলাকার মানুষজন।
জানা গেছে দাসপুর দু’নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় পাঁচটি কংক্রিটের সেতু তৈরীর ছাড়পত্র দিয়েছে সেচ দপ্তর।
19 কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই পাঁচটি সেতু। অনেকেই মনে করছেন আরো একধাপ এগিয়ে গেল ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ। সূত্রের খবর মার্চ মাসে শুরু হবে ওই পাঁচটি সেতু তৈরির কাজ।
ইতিমধ্যেই ওই সেতুগুলির টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়ে গেছে বলে জানা গিয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান আওতায় থাকা দাসপুর ২ নাম্বার ব্লকের চন্দ্রেশ্বর খাল ও পলাশপাই সহ অন্যান্য খাল গুলির ওপরে তৈরি হবে সেতুগুলি। যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে সাধারণ মানুষের। যদিও ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা।