অবতক খবর,২৩ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান: ব্লাড ব্যাংক গুলির যে রক্ত সংকট দেখা দিয়েছে, এবং এলাকার থালাসিমিয়া সহ মুমুর্ষ রোগীদের রক্তের চাহিদা মেটাতে, ধামাচিয়া সংহতি উৎসব কে সামনে রেখে ধামাচিয়া তরুণ সংঘ পাঠাগারের সহযোগিতায়, উৎসবের উদ্বোধনের প্রথম দিনে তরুণ সংঘ পাঠাগার সংলগ্ন এলাকার মাঠে স্বেচ্ছায় একটি রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরএবং চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের পক্ষে অঞ্জন দাঁ, প্রদীপ দাঁ অমিও মন্ডলরা জানান ব্লাড ব্যাংকগুলি রক্ত সংকট মেটাতে ও এলাকার মুমুর্ষ রোগীদের সাহায্য করতে এই রক্তদান শিবির ।

এই বছরে এই রক্তদান শিবির ১০তম বছরে পদার্পণ করল।
এই রক্তদান শিবিরে মহিলা সহ প্রায় ১০০জন মানুষজন স্বেচ্ছায় রক্ত দান করেন।
বর্ধমান টেরেসা ব্লাড সেন্টার হাসপাতালের হাতে সমস্ত রক্ত তুলে দেন উদ্যোক্তারা। পাশাপাশি এলাকার দুঃস্থ গরিব প্রায় ২০০ মানুষজনরা এবং বিনা খরচে স্বাস্থ্যে ও চক্ষু পরীক্ষা শিবিরে ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার , হার্ট সহ বিভিন্ন চিকিৎসা টেরেসা হসপিটালে চিকিৎসকের দ্বারা চিকিৎসা করেন এবং বিনা পয়সায় ওষুধ প্রদান করা হয় বলে জানান উৎসবের উদ্যোক্তারা ।

এই শিবিরে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বরের জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, জামনা অঞ্চলের প্রধান ও উপপ্রধান মোহাম্মদ আলী মন্ডল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এই উৎসব প্রদীপ প্রদীপ জ্বালিয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী সংগীতের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও জয়েন্ট বিডিও সোমনাথ সাউ।