অবতক খবর,২৭ জুলাই: পাওয়ার গ্রিডের এক্সটেনশন তার নিয়ে যাওয়া হয়েছে বাঁশ ঝাড়ের উপর দিয়ে। এবার সেই বাঁশ ঝাড়ে এক্সটেনশন তারের ঘসা লেগে শর্ট সার্কিটের ফলে আগুনের ঝলসানিতে আহত হয়েছেন ৫ জন এলাকাবাসী । তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ ধূপগুড়ি ব্লকের দক্ষিণ আলতা গ্রাম এলাকায় । জানা গেছে আহতদের নাম মর্জিনা বেগম, ২৫, আবিরন নেছা ৪২, মঞ্জু খাতুন ৩৫ । স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে আসে।

স্থানীয়রা জানান, এদিন সকালে পুকুর পাড়ে পাট নেলাচ্ছিলেন কয়েকজন মহিলা । সেই সময় আচমকা বাঁশ ঝাড়ে এক্সটেনশন তারের ঘসা লাগে এবং একেকটা বাঁশে অগ্নিসংযোগ হয়ে ফাটতে থাকে ।সেই আগুনের ঝলসানিতে অনেকেই আহত হন । স্থানীয়রা তাদেরকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাঁশ ঝাড়ের উপর দিয়ে অপরিকল্পিতভাবে তার নিয়ে যাওয়া হলেও তারা এখনও তাদের ক্ষতিপূরণ পাননি। এরপরে এদিনের ঘটনার ফলে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। তবে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোন রকম ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ গ্রামবাসীদের।