অবতক খবর,৩ জুলাই: ধুলিয়ান শহরে ফুটপাত দখল উচ্ছেদ যৌথ অভিযানে পৌরসভা ও পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন রাস্তার ফুটপাত দখল মুক্ত করতে হবে। এরপরই তৎপর হয়েছে ধুলিয়ান পুরসভা ও পুলিশ প্রশাসন।

মঙ্গলবার সকাল দশটা থেকেই বিভিন্ন জায়গায় চলল অভিযান,দোকানের সামনে চালা, ত্রিপাল, অথবা রোড বাড়িয়ে দেওয়াল দেওয়া উচ্ছেদের কাজ শুরু।

রাজ্যের বিভিন্ন জায়গার সাথে সাথে এদিন ধুলিয়ান পৌরসভার একাধিক জায়গায় রাস্তার ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যবসিকরা যাতে ফুটপাত দখল করে ব্যবসা না করেন তার জন্য ধুলিয়ান পৌরসভা ও পুলিশ প্রশাসন থেকে সতর্কবার্তা দেওয়া হয়।

এদিন ধুলিয়ান পৌরসভা জেসিবি নিয়ে শহরে ফুটপাতে বেআইনিভাবে জমে থাকা পাথর, বালি, আবর্জনা, পরিষ্কার করতে দেখা যায়।

এই অভিযানের সামিল হন ধুলিয়ান পৌরসভার পৌর পিতা ইনজামুল ইসলাম ওরফে রাজা, ধুলিয়ান টাউন ওসি, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের প্রতিনিধি /ধুলিয়ান পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আলম মাহবুব,কাউন্সিলর কৃষ্ণ মন্ডল, সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি সুভাষ গুপ্তা, সহ একাধিক কাউন্সিলর গণ।