অবতক খবর,৪ সেপ্টেম্বর: সারা রাজ্য জুড়ে যখন তৃণমূল ও বিজেপি দুই যুজুধান পক্ষকে একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে কিংবা সম্মুখ সমরে অবতীর্ণ হতে দেখা যাচ্ছে, ঠিক তখনই এক অন্যরকম নজির দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে।
নজির গড়লেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি তথা গত বিধানসভা নির্বাচনে তপন বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্পনা কিস্কু।
অসুস্থ বিরোধী দলের সদস্যের খোঁজ নিতে ফলমূল সহযোগে পৌঁছে গেলেন সদস্যের বাড়িতে সভাপতি কল্পনা কিস্কু।
জানা গেছে, বালুরঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বাত খরনা গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিরোধী বিজেপি দলের সদস্য সুদেব সরেন প্যারালাইসিস হয়ে দীর্ঘ দিন অসুস্থ অবস্থায় বাড়িতে শয্যাশায়ী। বিরোধী দলনেতার মাধ্যমে সেই খবর কল্পনা কিস্কু জানা মাত্রই ৩রা সেপ্টেম্বর বিকেলবেলা বিরোধী দলনেতাকে সঙ্গে নিয়ে পৌছে যান বিরোধী দলের সদস্য সুদেব সরেনের বাড়িতে।
শুধু বাড়িতে পৌঁছে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়াতেই কল্পনা দেবী থেমে থাকেননি। পঞ্চায়েত সমিতির সীমিত সাধ্যের মধ্যে অসুস্থ পঞ্চায়েত সমিতির সদস্যকে সাহায্যের আশ্বাস দেন।
সারা রাজ্যে যখন হানাহানির দৃশ্য খবরের কাগজ কিংবা নিউজ চ্যানেলের পর্দায় অহরহ ফুটে উঠছে, ঠিক তখনই কল্পনা কিস্কু এই রাজনৈতিক সৌজন্যতা রাজ্যের রাজনৈতিক মানচিত্রে অন্য নজিরের ছাপ রেখে গেলেন।
তাই কল্পনা দেবীর এই উদ্যোগকে সাধুবাদ জানাতে ভোলেননি বিরোধী দলের সদস্যরাও।