অবতক খবর,২১ আগস্ট: পূর্ব বর্ধমান জেলায় শহর বর্ধমানে ফের ভ্যাকসিনেশন শুরু হলো হেল্থ সেন্টার গুলিতে।
শনিবার শহরের গোদা ও মিরছবা এলাকার হেল্থ সেন্টার গুলিতে ভ্যাকসিনেশনের কাজ শুরু হলো।
এর উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার পৌর প্রশাসক প্রণব চ্যাটার্জী। উপস্থিত ছিলেন উপ পৌর প্রশাসক আইনূল হক,আলপনা হালদার,প্রাক্তন জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার সহ অনান্যরা।
এদিন আইনূল বাবু বলেন, করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আসতে চলেছে।সেইজন্য ভ্যাকসিনেশন আরও বারানোর প্রয়োজন।
সেইকথা মাথায় রেখে এই ভ্যাকসিনেশন সেন্টারগুলো নতুন করে চালু করা হল।আগে প্রত্যেকদিন গড়ে বর্ধমান পৌরসভা এলাকায় ৮০০জনকে ভ্যাকসিনেশন করা হলেও এবার থেকে প্রত্যেকদিন ২ হাজার জনকে ভ্যাকসিনশন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এখনও পর্যন্ত দ্বিতীয় ডোজে বর্ধমান পৌর এলাকায় ৫৫ হাজার ৯৫৮ জনকে ভ্যাকসিনেট করা গেছে।
এদিন পৌর প্রশাসক প্রণব চ্যাটার্জী জানিয়েছেন, করোনা বিধি লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে তা সব ক্ষেত্রে ঠিক নয়।আমরা করোনা বিধি মেনেই ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছি।
তবে কোথাও কোথাও যদি করোনাবিধি লঙ্ঘন করা হয় সেক্ষেত্রে মানুষেরই ক্ষতি হবে।