অবতক খবর,২৭ জুলাই: করোনা বিধি নিয়ে নতুন নির্দেশিকা জারি মুখ্যসচিবের। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত করোনা বিধি মানা হচ্ছে না। বেশিরভাগ জেলাতেই। বিধিভঙ্গের অভিযোগ উঠছে। সাধারণ মানুষের সঙ্গে বিধি ভাঙছে হোটেল-রেস্তোরাঁও। রাস্তায় বাড়ানো হোক নজরদারি, নাকা তল্লাশিতে নজর দিক আবগারি বিভাগও। বিধি ভাঙলে কড়া শাস্তির নির্দেশ দিন সিপি, এসপি-রা। নির্দেশ দিলেন মুখ্যসচিব।