অবতক খবর,২৫ সেপ্টেম্বর: আজ হালিশহর লোকসংস্কৃতি ভবনে দি বেঙ্গল প্রেস অ্যাসোসিয়েশন সংগঠনের উদ্বোধন হয়। এই অনুষ্ঠান সম্পূর্ণ অরাজনৈতিক এবং সমস্ত শ্রেনীর মানুষের স্বার্থে কাজ করবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়।
এদিন অনুষ্ঠান পর্বের সূচনা লগ্ন সংগঠনের প্রতিশ্রুতি প্রতিফলিত হতে দেখা যায় অনুষ্ঠান মঞ্চে। এই সংগঠনটি সম্মিলিতভাবে উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে সকলেই প্রদীপ প্রজ্জলন করেন। এতে অংশগ্রহণ করেন এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া পৌর প্রশাসক কমিটির সদস্য মাখন সিনহা, শম্ভু চ্যাটার্জী, হালিশহর পৌরসভার পৌর প্রশাসক রাজু সাহানি এবং বিশিষ্ট সাংবাদিক উদয় বসু ও অনন্ত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গকে নতুন কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
উপস্হিত অতিথিবর্গ প্রত্যেকেই বক্তব্য রাখেন এবং তাদের মূল বক্তব্যের সুরটি ছিল এই যে, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে এবং প্রশাসনিক ভয়-ভীতিকে তুচ্ছ করে তাঁরা বাস্তব সত্যকে তুলে ধরবে। নতুন যে সাংবাদিক কমিটি গঠিত হল তাঁরা তার শুভ কামনা করেন।
পরবর্তীতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গান, নৃত্য, আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটি পরিসমাপ্তি ঘটে।