অবতক খবর,কলকাতা,সুমিত: ন’দিনে আটবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, নাজেহাল সাধারণ মানুষ।
ফের বাড়ল জ্বালানির দাম। নয় দিনে আটবার বৃদ্ধি পেল পেট্রোল-ডিজেল এর দাম। লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় কেন্দ্র সরকারের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন আপামর জনগণ।
বুধবার কলকাতায় লিটার প্রতি ৮০ পয়সা করে বেড়েছে ডিজেলের দাম। আর ৮৪ পয়সা করে বেড়েছে পেট্রোলের দাম। যার জেরে আজ,বুধবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১১০.৪৬ টাকা এবং ডিজেলের দাম ৯৫.৩৭ টাকা।
শোভাবাজার পেট্রোল পাম্পের এক কর্মী জানান, প্রতিদিন উত্তরোত্তর বেড়েই চলেছে জ্বালানির দাম। এর জেরে মানুষজন খুবই কম আসছেন। ব্যবসায় ক্ষতি হচ্ছে। আগামীদিনে এমন চলতে থাকলে ব্যবসার অবস্থা খুবই খারাপ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন।
পেট্রোল ভরতে আসা এক বাইক আরোহী জানান, এভাবে দাম বাড়তে থাকলে তাঁদের পক্ষে অসম্ভব হয়ে উঠছে। তিনি ডেলিভারি বয় হিসেবে কাজ করেন। যে টাকা মুনাফা হয় তা সবটাই বাইকে তেল ভরতে গিয়ে চলে যায়। সরকারের উচিত সাধারণ মানুষের কথা চিন্তাভাবনা করা।
উল্লেখ্য, লাগাতার মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মঙ্গলবার নির্মলা সীতারমন বলেন, রাশিয়া- ইউক্রেনের যুদ্ধের প্রভাবেই এ দেশে জ্বালানির দাম বাড়ছে। দুই দেশের সংঘর্ষে পরোক্ষভাবে প্রভাব পড়ছে জ্বালানির উপর। এমনকি নাভিশ্বাস উঠেছে দিল্লি এবং মুম্বইবাসীরও। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যথাক্রমে ১০১.০১ এবং ৯২.২৭ টাকা। আর মুম্বইয়ে বেড়ে হয়েছে পেট্রোল ১১৫.৮৮ টাকা এবং ডিজেল ১.০০.১০টকা।