অবতক খবর,২৬ মার্চ,মলয় দে,নদীয়া:- দুই পাশে দুই তৃণমূল নেতার ছবি নিয়ে জয়ী নির্দল প্রার্থীর বিজয় মিছিল,যা নিয়ে রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে জল্পনা। তবে কি বিজয় মিছিলের মধ্যে দিয়ে আবারো তৃণমূলের পতাকা তলে যাওয়ার সম্ভবনা জয়ী নির্দল প্রার্থীর। শনিবার কৃষ্ণনগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অসিত সাহা তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে হঠাৎ একটি বিজয় মিছিলের আয়োজন করে। সেখানেই বিজয় মিছিলের মধ্যে দিয়ে সবুজ আবিরের রঙে উচ্ছ্বসিত হয়ে হয়ে ওঠে জয়ী নির্দল প্রার্থী অসিত সাহা সহ কর্মী-সমর্থকরা।

কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে দেখা গেল বিজয় মিছিলের মধ্যে দিয়ে দুই পাশে দুই তৃণমূল নেতার ছবি। একদিকে কৃষ্ণনগর পৌরসভার পৌরপ্রধান রিতা দাস, অন্যদিকে প্রাক্তন পৌরপতি অসীম সাহার ছবি। বিজয় মিছিলের মধ্য দিয়ে জয়ী নির্দল প্রার্থী অসিত সাহা কে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা নেতাজির আদর্শে চলি। তবে তৃণমূলের নেতাদের ছবি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আগেতো তৃণমূলেই ছিলাম, তৃণমূল তো আমাকে পরিত্যাগ করে নি, ভবিষ্যতে তৃণমূলকে নিয়েই আমাদের কাজ করতে হবে। তাৎপর্যপূর্ণ এই ঘটনায় রীতিমতো বিভিন্ন রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন, তবে কি বিজয় মিছিলের মধ্যে দিয়ে জয়ী নির্দল প্রার্থীর এই কর্মকাণ্ডে পাল্লা ভারী হতে চলেছে তৃণমূলের, তবে তা অনেকটাই পরিষ্কার সবুজ আবিরের রঙে।