অবতক খবর :: নদীয়া :: ৫ই এপ্রিল, লায়ন্স ক্লাব অফ চাকদা ব্লকের স্বেচ্ছাসেবকদের কাছে চ্যালেঞ্জ ছিল চাকদার বিভিন্ন গ্রামে যে দারিদ্রক্লিষ্ট মানুষগুলি এখনো আড়ালেই রয়ে গেছেন, তাঁদের কাছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সোয়াবিন, বিস্কুট, সরিষার তেল, সাবান ইত্যাদি সামগ্রী পৌঁছে দেওয়ার। দুপুর ১ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত অভিযানে মোট ৫২টি পরিবারের কাছে পৌঁছতে পেরেছেন তারা।
ক্লাব অফ চাকদা ব্লক এর সভাপতি সুব্রত রায় বলেন স্বভাবিক কারণেই সেই অসহায় মানুষগুলির কোনো ছবি তোলা হয়নি। শুধু মাত্র প্রস্তুতি, যাত্রাপথের ছবিই তোলা হয়।
লায়ন্স ক্লাব অফ চাকদা ব্লক এর সভাপতি সুব্রত রায় বলেন। আজকের অভিজ্ঞতা এটাই জানান দিল, এই রকম আরো অনেক মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে, পৌঁছতেই হবে।