অবতক খবর,২৪ জুলাই,মলয় দে নদীয়া :-প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকা এমনকি স্কুল শিক্ষকদেরও একটা বড় অংশের। পড়াশোনা তো দূরে থাক, সারাদিন কাটছে বিক্ষোভ আন্দোলনের মধ্যে দিয়েই। শিক্ষার আঙিনাতে উড়ছে প্রধান শিক্ষকের কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও! এই চিত্র শুধু আজকের নয়, প্রায় নিত্য নৈমিত্তিক।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ অনুযায়ী প্রধান শিক্ষকের গাফিলতিতে বিভিন্ন বিষয়ে ছাত্র-ছাত্রীদের সরকারি স্টাইপেন্ড ঢোকা বন্ধ হয়ে গেছে, বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা ক্লাস নেন না ঠিক মতন, স্কুলের পরিকাঠামো গত ভাবে উন্নয়ন তো দূরে থাক ন্যূনতম শৌচালয় পরিষ্কার পর্যন্ত হয় না। আর এ সবই নাকি প্রধান শিক্ষক সঞ্জিত দাসের প্রশ্রয়ে কিংবা উদাসীনতায়।
তাই সমস্ত ছাত্রছাত্রী মিলে আজ বিক্ষোভ দেখাতে শুরু করে নদীয়ার হাঁসখালি ব্লকের গাড়াপোতা হাই স্কুলে। যদিও এর আগে একাধিক বার বিক্ষোভ আন্দোলনের জেরে আজ হাসখালি ব্লকের আধিকারিক সহ এক প্রতিনিধি দল এসে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের সাথেও কথা বলেন তারা। আশ্বাস দেন বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধানের।
শিক্ষকদের মধ্য থেকেও সুব্রত পোদ্দার ছাত্র-ছাত্রীদের অভিযোগ মান্যতা দিয়ে বলেন বিদ্যালয়ে পঠন পাঠন কিংবা অন্যান্য মানোনোন্নয়নের বিষয়ে প্রধান শিক্ষক মহাশয় কে অনুরোধ জানালেন তিনি ব্যক্তিগত আক্রোশ হিসাবে ধরে নেন এমনকি বহিরাগত দুষ্কৃতীদের ডেকেও তিনি হুমকি দিয়েছেন আমাদের।