অবতক খবর,২ ফেব্রুয়ারি,নদীয়া:- প্রতিমা নিরঞ্জন বা শোভাযাত্রার উচ্ছ্বাসের কথা আমাদের সকলেরই জানা। কিন্তু নদীয়ার দত্তপুলিয়া শ্মশান কালী প্রতিমা আনার সময় ভক্তবৃন্দ দের উচ্ছ্বাস হয়তো অনেকেরই অজানা। বিভিন্ন ধরনের আলোকসজ্জা, বাজনাদল এবং অগণিত মানুষের পদযাত্রা লক্ষ্য করা যায় কুমর বাড়ি থেকে প্রতিমা আনার সময়।

স্থানীয় বড়বড়িয়া থেকে শ্মশান ঘাট পর্যন্ত এই শোভাযাত্রা দেখতে রাস্তার পাশে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। গত 31 শে জানুয়ারি এমনই এক শোভাযাত্রা চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার এবছরের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। সরকারি স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে কালী পূজা উপলক্ষে সেখানে মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো পূর্বেই। তবে প্রতিদিনই বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সন্ধার সময়।