অবতক খবর,১৫ আগস্ট,মলয় দে নদীয়া:- ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নবদ্বীপ আদালতে মাননীয় বিচারপতিদের তত্ত্বাবধানে প্রতিবছরের ন্যায় পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচির অনুসাঙ্গিকভাবে বার লাইব্রেরী নবদ্বীপ এবং পশ্চিমবঙ্গ ল’ক্লার্কস্ এ্যাসোসিয়েশন নবদ্বীপ আদালত শাখা কমিটির উদ্যোগে বেশ কিছু ছাত্র ছাত্রীদের খাতা-কলম এবং চকোলেট বিতরণ করা হয়।
এই মহতী উদ্যোগে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা নদীয়া মোকাম নবদ্বীপের এ. ডি. জে. আদালতের সম্মানীয় বিচারপতি শ্রী দেবব্রত কুন্ডু এবং সিভিল জজ জুনিয়র ডিভিশন আদালতের সম্মানীয় বিচারপতি শ্রী রাজীব সরকার। তাদের মাধ্যমে শিশুদের হাতে খাতা কলম, চকোলেট তুলে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ছাত্র ছাত্রীরা এই অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশন, কবিতা পাঠ করেন।
এই কর্মসূচির ব্যবস্থাপনায় ছিলেন বার লাইব্রেরী নবদ্বীপ এর সম্পাদক অতুল কুমার রায়, সহ সম্পাদক সুব্রত গুই, সহ-সভাপতি অপূর্ব অধিকারী অন্যান্য পদাধিকারী আইনজীবী বর্গ এবং পশ্চিমবঙ্গ ল’ক্লার্কস্ এসোসিয়েশনের সভাপতি গৌর সুন্দর দাস, সম্পাদক সুশোভন ব্যানার্জী এবং আরো বাড়িষ্ঠ ল-ক্লার্কগণ।