অবতক খবর , নদীয়া : ইংরেজ ভারত ছাড়োর লড়াই নয়, ভারত রক্ষার লড়াই পালন করছেন এমনই দাবি করলেন পলাশীর সিপিআইএম। পরাধীন ভারতে গান্ধীজী ৯ ই আগস্ট ডাক দিয়েছিলেন ইংরেজ ভারত ছাড়ো। আর স্বাধীনতার ৭৫ বছরের দোরগোড়ায় ভারত ছাড়ার লড়াই নয় ভারত রক্ষার লড়াইয়ে মানুষকে একত্রিত হতে বললেন পলাশীর সিপিএম সংগঠন।
এদিন পলাশীর বাজারে ভারত রক্ষার দাবিতে এক অবস্থান বিক্ষোভে সামিল হন পলাশীর সিপিএম সংগঠন। সি আই টি ইউ নদীয়া জেলা কার্যকরী কমিটির সদস্য দেবাশীষ আচার্য বলেন- স্বাধীনতার আগে ৯ আগস্ট ভারত ছাড়ো ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী।ইংরেজদের ভারত থেকে তাড়াবার জন্য এবং দেশের স্বাধীনতার জন্য।পলাশীর প্রান্তরে একসময় দেশের স্বাধীনতা বিশ্বাসঘাতকতা ইংরেজদের করায়ত্ত হয়।আমরা পলাশীর মাটিতে দাঁড়িয়ে সেই ৯ ই আগস্টের দিন ই এই ভারত রক্ষার ডাক দিলাম।
দেশ এবং রাজ্যের ক্ষমতায় যারা আছেন তারা মানুষের ভোটে ক্ষমতায় থেকে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে দেশের সম্পদ বিক্রি করছে, দেশের গণতন্ত্রকে হত্যা করছে, দেশের মানুষকে ধর্মের নামে ভাগ করছে। আর অন্যদিকে শ্রমিকের প্রাপ্য নেই, যুবকের কাজ নেই, কৃষকের ফসলের দাম নেই। তাই ছাত্র-যুবক কৃষক শ্রমিকসহ সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদের দেশ এবং রাজ্য বাঁচানোর লড়াই। তাই আমরা এই লড়াইয়ে আপামর জনসাধারণকে একত্রিত হতে বলেছি।