অবতক খবর, অনুপ কুমার মন্ডল, নদীয়া : নবদ্বীপে প্রতিদিনের মতনই আজকেও মৎস্যজীবী রনজিৎ মাঝি গৌরাঙ্গ সেতুর উওর দিকে মাছ ধরার জন্য ঢোল জাল পাতেন। আর এই ভরা গঙ্গায় সাত সকালে জাল টানতে প্রচণ্ড টান হয় জালের রশ্মিতে। রঞ্জিৎ মাঝি তখন বুঝতে পারেন যে বড় হয়তো কোন রুই, কাতলা মাছ তার জালে আটকে আছে সেই মত মাছটি তার একা তুলতে সম্ভব না হওয়াতে তিনি আরো ২,৩ জন জেলেকে ডাকেন। তারপর সেই জাল টানতে দেখেন যে একটি বড় আকৃতির কিছু চিকচিক করছে। তারপর জালটি টেনে উঠাতেই মাঝিদের চক্ষু চড়কগাছ হয়ে যায় দেখে আস্ত একটা স্কুটি।
খবরটা এলাকায় জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে স্থানীয় মানুষেরা। তারপর স্থানীয় থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ।
মৎস্যজীবী রঞ্জিত মাঝি বলেন প্রতিদিনের মতো তিনি আজও গঙ্গার উত্তর দিকে মাছ ধরার জন্য জাল পেতেছিলেন তারপরে জাল টানতে ভারী কিছু টান লাগে তারপর তৎক্ষণাৎ এলাকার মাঝিদের ডাকেন এবং তারা জাল টি তোলার পর দেখেন আস্ত একটি স্কুটি । তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্কুটি টিকে থানায় নিয়ে গেছে পাশাপাশি তদন্ত শুরু করেছেন যে কিভাবে এই স্কুলটি জলে পরল ।