অবতক খবর :: নদীয়া :: ১৮৮৯ সালে গঠিত হলেও প্রতিটা মোহনবাগানীর কাছে আজকের দিনটা অত্যন্ত গর্বের । ১৯১১ সালে খালি পায়ে ব্রিটিশদের হারিয়ে প্রথম ভারতীয় দল হিসাবে আই .এফ.শীল্ড জয় লাভ করে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিল ভারতবাসীদের মনে। সেই থেকে ,প্রতিবছর এই দিনটি মহা সমারোহে পালিত হয় মোহনবাগান দিবস হিসেবে ।
এবছর অতিমারির কারনে এবং লকডাউন বিধি থাকার জন্য অনারম্বড় ভাবে মোহনবাগান দিবস পালন করল শান্তিপুর মেরিনার্স । তাদের কার্যালয়ে সকাল ১০ টার সময় সভাপতি প্রসেনজিৎ সাহা পতাকা উত্তোলন করেন ,সম্পাদক প্রবীর গোমস অমর একাদশের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং গ্রুপ এডমিন সাক্ষর পাল তাদের ঐত্যির্যের প্রতীক পালতোলা নৌকার প্রতিকৃতিতে মাল্যদান করে দিনটি পালন করা হয়।
সম্পাদক বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সকল মোহনবাগান প্রেমীদের সবুজমেরুন শুভেচ্ছা জ্ঞাপন করেন ,সমগ্র অনুষ্ঠানটি সামাজিক দুরত্ব বিধি মেনে করা হয় ।পতাকা উত্তেলেনের পর জাতীয় সঙ্গীত এবং প্রকিৃতিতে মাল্যদানের পর মোহনবাগানের থিম সং “আমাদের সূর্য মেরুন ” গানটি সমবেত ভাবে পরিবেশিত হয়।