অবতক খবর :: নদীয়া :: নদীয়া শান্তিপুর ব্লকের অন্তর্গত হরিপুর বহু প্রাচীন সমৃদ্ধ গ্রাম হিসেবে পরিচিত ছিল। সেখানেই বাস করতেন কবি যতীন্দ্র নাথ সেনগুপ্ত। আদি জগধাত্রী পূজার পীঠস্থান ব্রহ্মশাসন এই এলাকাভুক্ত।

প্রায় দেড়শ বছর আগে এই অঞ্চলেই রামনবমীদোল জেলায় সুপ্রসিদ্ধ। যতীন্দ্রনাথ সেনগুপ্ত সরণি অন্য বছর কার্যত বিভিন্ন রাসেল মেলায় পরিণত হয় এলাকার অধিবাসী ছাপিয়ে বহিরাগতদের আগমনে। এবছর জাতীয় সংকটে এই এলাকার নিমতলা বারোয়ারী, হরিপুর শ্যামা সংঘ, হরিপুর যুব সংঘ, রঘুনাথপুরমিলন সংঘ, কল্লোল স্মৃতি সংঘ, বকুলতলা এবিসিডি ক্লাব, এরকমই বেশকিছু গুরুত্বপূর্ণ ক্লাব এবছর সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়েছে এই এলাকায় ২৮-২৯ টি পুজো থেকে বিরত থাকবেন। তবে এলাকার বয়স্ক ধর্মপ্রাণ মানুষদের বিশ্বাসে কোন রকমে পূজিত হচ্ছে ঘট।

এলাকার পুরোহিত তাপস চক্রবর্তী, নিলাপদ চ্যাটার্জি জানান আজ লক্ষ্মী পূজা ও রামনবমীর পুজো একইসঙ্গে পড়লেও ডাক পাননি সেরকম।