অবতক খবর,১৭ জুন,মলয় দে নদিয়া:-ঈদের শুভেচ্ছা বিনিময়ে দুই দেশের সীমান্তরক্ষীরা।নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশের সীমান্তের গেদে জিরো পয়েন্টে বিএসএফ এর ৩২ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ডকে মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করানো হলো। আজ সারা বিশ্বে পালিত হচ্ছে পবিত্র ঈদ।
এই ঈদ উপলক্ষে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ এর ৩২ নম্বর ব্যাটেলিয়ান এর পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ডকে মিষ্টি দিয়ে পবিত্র ঈদের শুভেচ্ছা জানানো হলো। বিএসএফের গেদে সীমান্তে বিওপির একটি টিম জিরো পয়েন্টে গিয়ে এই শুভেচ্ছা বার্তা জানায়। ঈদের দিনে ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে বিশেষভাবে মনে করা হচ্ছে I
এদিন বাংলাদেশে সীমান্তের আধিকারিক এবং সীমান্ত রক্ষীরা উপস্থিত ছিলেন এই শুভেচ্ছা বিনিময় উৎসবে I পাশাপাশি দুই দেশের মহিলা রক্ষীরাও উপস্থিত ছিল এদিন। ভারত বাংলাদেশ দু’দেশের রক্ষীরা একে অপরের সাথে সৌজন্য বিনিময় করে এবং হাত মিলিয়ে আলিঙ্গন করে।প্রতিবছরের মতো এ বছরও এই পবিত্র ঈদ পালন করা হলো সীমান্তে।