অবতক খবর,২৪ সেপ্টেম্বরঃ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সের মেডিকেল সাইমুলেশন বা চিকিৎসা অনুকরণ বিষয়ক নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলনী অনুষ্ঠানে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার নদীয়ার কল্যাণীর AIIMS হাসপাতালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়, এরপরেই রাজ্যপালকে বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করে AIIMS হাসপাতালের কর্তৃপক্ষরা। যদিও মঞ্চে দাঁড়িয়ে বেশ খানিকটা সময় বক্তব্য রাখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

যদিও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল। এরপর AIIMS এর মতো হাসপাতাল আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থায় কত উন্নত হতে পারে এই নিয়ে ব্যাখ্যা করেন তিনি। যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালের পদ সম্পর্কে যে মন্তব্য করেছেন, এ প্রসঙ্গে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, শিক্ষামন্ত্রী সাংবিধানিক সহকর্মী। সে যে উদ্দেশ্য করে কথা বলেছেন তা শুনেছি, তবে এই সময় এই নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না। তবে সকাল থেকেই নদীয়ার কল্যানী AIIMS হাসপাতালে রাজ্যপালের উপস্থিতি নিয়ে তোড়জোড় ছিল জোর কদমে।