অবতক খবর,১৭ সেপ্টেম্বর: নদীয়া চাকদহ দুবড়া গ্রাম পঞ্চায়েতের টেংড়া বাজারে বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, জেড পি 42, 165 নম্বর বুথের বিজেপি কার্যকর্তা সুরজিৎ রাহা জানান, গতকাল রাতে মিটিং করে বাড়ি ফেরার পর মধ্যরাতে হয়তো পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে।আগামী 7 তারিখ জেলা নেতৃত্ব উপস্থিত থেকে এই পার্টি অফিসটি উদ্বোধনের কথা ছিলো। এ ব্যাপারে চাকদা থানায় লিখিত অভিযোগ জমা করবেন বলেই জানান।
অন্যদিকে চাকদহ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ সরকার জানান, যেখানে বিজেপি বিধায়করা দলে দলে চলে আসছে তৃণমূলে সেখানে এই অঞ্চলে বিজেপি বলতে কিছুই নেই। প্রতিপক্ষ হলে তবেই না দ্বন্দ্ব আছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী না কখনো এ ধরনের কাজে লিপ্ত হয় না। ক্রমশ পায়ের তলা থেকে মাটি হারানো বিজেপি সংবাদ শিরোনামে আসার জন্য নিজেরাই নিজেদের পার্টি অফিস ভেঙে মিথ্যে অভিযোগ করছে তৃণমূলের নামে।