অবতক খবর,১৮ নভেম্বর: নদীয়ার শান্তিপুরে ভাঙা রাস দর্শনে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এসেই রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের

*রাজনৈতিক প্রতিক্রিয়া*

১. কসবার গুলিকাণ্ডের নেপথ্যে সেই জমি হাঙরের কাহিনী, সরকারি জমি দখল করতে চাইছে এলাকার দুষ্কৃতীরা বলে দাবি আক্রান্ত কাউন্সিলর সুশান্তর, অন্যদিকে সুশান্ত ও তার ঘনিষ্ঠের বিরুদ্ধে জমি আটকে রাখার অভিযোগ কসবা কাণ্ডে মূল অভিযুক্ত গুলজার ওরুফে আফরোজের ‘

২. গুলিকাণ্ডে শাসকের নিশানায় পুলিশ, কেন সব বিষয়ে এতো নিষ্ক্রিয় পুলিশ প্রশাসন? প্রশ্ন তুলছে খোদ কলকাতার মেয়র! ভাড়াটে খুনি এনে কম খরচে যে কাউকে শহর কলকাতায় এনে মেরে ফেলা কি খুবই সহজ? উঠছে প্রশ্ন

৩. ২০২৬ বিধানসভা ভোটের আগে বিরোধীদের চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।২৬-এর ভোটে ৩০ আসনও পাবে না কোনও রাজনৈতিক দল, থাকবেন না কোনও বিরোধী দলনেতা। ৬ বিধানসভা আসনে উপনির্বাচনে বিরোধীরা শূন্য পাবে। ডানকুনির জনসভা থেকে হুঙ্কার তৃণমূল সাংসদের।

৪. কসবা কাণ্ডে সিপিএম ও বিজেপি এর হাত রয়েছে বলে অভিযোগ কল্যাণ ব্যানার্জীর

৫. শহরে ফের আক্রান্ত পুলিশ। মালঞ্চের সামনে গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত ট্রাফিক পুলিশের এক ইন্সপেক্টর অমিত সাউ। পুলিশের প্রতি এতো অসহিষ্ণুতা কেন সাধারণ মানুষের?

৬. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে গিয়ে শওকত মোল্লা বলেন স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে ভিলেজ পুলিশ হয়েছে কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে!!!

৭. বাংলার ক্রিকেট সংস্থা সিএবির সাব কমিটিতে মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী কুসুম কুমার দ্বিবেদী। সিএবির অবজারভার কমিটিতে এলেন কুসুম কুমার দ্বিবেদী

৮. গিয়াসউদ্দিনের নামফলক লাগানো গাড়ি দুর্ঘটনার কবলে, শিবপুরে মৃত দুই! গাড়ি আমার নয়, আমার ওই গাড়ি সম্পর্কে কোনো ধারণা নেই বললেন তৃণমূল বিধায়ক, তাহলে বিধায়কের নামফলক লেখা গাড়ি ব্যবহার করছিলো কে? নেমপ্লেট লেখা গাড়ি সম্পর্কে জানেননা বিধায়কই? উঠছে প্রশ্ন!