অবতক খবর, সংবাদদাতা, উত্তর দিনাজপুর :: নদী পার করতে গেয়ে  জলে ডুবে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা শোকের ছায়া এলাকায়। ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের আগুরসিয়া গ্রামের শেরিয়ানী নদীতে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর জানিয়েছেন বছর তিরিশের ওই যুবক নদী পার হয়ে ঘাস কাটতে গিয়েছিল মাঠে ঘাস কেটে ফেরার পথে সে জলে ডুবে যায় ।গ্রামবাসীরা খোঁজাখুঁজি করার দীর্ঘ এক থেকে দেড় ঘণ্টা পর তার মৃতদেহ জল থেকে উঠে ।এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসীরা ওই নদীর ঘাটের চত্বরে এসে বিক্ষোভ দেখায় থাকে ।তাদের দাবি ওই নদীর ওপর ব্রিজের দাবি দীর্ঘদিন ধরে করে আসছেন কোন লাভ হয়নি। এলাকাবাসীরা হামিদুল রহমান জানান যে এই ব্রিজের দাবি দীর্ঘদিন ধরে করে আসছি। আজ এক গ্রামের যুবকের এই নদীতে মৃত্যু হয়। ঘটনাতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । তিনি বলেন যে আমরা এখন ধর্নায় বসে আছি। এখানে ব্রিজের দাবি করে আসছে দীর্ঘদিন ধরে কিন্তু ব্রিজ হচ্ছে না।

এলাকার বিভিন্ন স্থানীয় নেতা মন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে। তারা কয়েকবার প্রতিশুতিও দিয়েছেন কিন্তু তারা কোন প্রতিশ্রুতি রাখেনি । গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ হুদা জানান জেলার সাহেবের কাছে এ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দাবি করে আসছি ওই এলাকায় ব্রিজের জন্য। পঞ্চায়েতের খুবই অল্প ফান্ড তার জন্য এটা করা সম্ভব নয়। জেলা থেকে যদি সাহায্য করে তবেই এই এই ব্রীজ করা সম্ভব হবে।