অবতক খবর ,জলপাইগুড়ি:- আলিপুরদুয়ার দুই ব্লকের মাঝেরডাবড়ী গ্রাম পঞ্চায়েতের ভাষারডাবড়ী এলাকায় মারাত্মক ভাবে অনবরত চেকো নদীর ভাঙ্গন চলছে আর এর ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের।বেশ কিছুদিন যাবৎ চেকো নদীর ভাঙ্গনের ফলে নদীগর্ভে তলিয়ে গেছে এলাকার প্রায় পাঁচ বিঘা জমি সহ বাঁশ বাগান। এমত অবস্থায় নদী ভাঙ্গন ঠেকাতে না পারলে তলিয়ে যাবে পুরো গ্ৰামটাই বলে আশাঙ্কা করছে ভাষারডাবরি এলাকার বাসিন্দারা । স্থানীয় বাসিন্দা সুভাষ মাহাতো বলেন দীর্ঘদিন যাবৎ সেচ দপ্তর আশ্বাস দিলেও এখনো বাঁধ তৈরি করেনি । বার বার তারা পরিদর্শন করে গেছেন কিন্ত কিছুই হয়নি ।
এলাকার এক বাসিন্দা সবিতা বর্মন বলেন তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী ভাঙ্গনের ফলে।এলাকার বাসিন্দা পরিমল মাহাতো বলেন বিভিন্ন সময় বিভিন্ন আধিকারিক কে জানানো হয়েছে , কিন্তু বাঁধের ব্যবস্থা হয়নি । স্বাভাবিক ভাবেই বাঁধ নির্মান না হলে তলিয়ে যাবে একটি গ্রাম। এই বিষয়ে মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েত প্রধান বুবুন রায় বলেন বিষয়টি নিয়ে আমরা সেচ দপ্তরের সঙ্গে কথা বলব ওই এলাকায় শীঘ্রই বাঁধ নির্মাণের জন্য।