অবতক খবর,৮ নভেম্বরঃ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের বৈদ্যবাটি এলাকায় বিজেপির উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি ধনঞ্জয় ঘোষ এবং বিজেপির উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক জয়দেব দাস সহ বিজেপির কর্মীদের উপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। জনগিতেছে একটি সাংগঠনিক মিটিং চলার সময় এই হামলা চলাই তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা বলে অভিযোগ। হামলার ঘটনায় আহত হন বিজেপির জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ ও জেলা সাধারণ সম্পাদক জয়দেব দাস। আহতদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ লাঠি সোটা নিয়ে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়। পাশাপাশি বিজেপি নেতৃত্ব এবং কর্মীদের লক্ষ্য করে ইট ছুড়ে মারারও অভিযোগ ওঠে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রায় ১৫ জন বিজেপি কর্মী আহত হন এই ঘটনায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা গোটা এলাকা জুড়ে।