অবতক খবর,১০ নভেম্বর: নবগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক কানাই চন্দ্র মন্ডলের উদ্যোগে নবগ্রামের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আয়োজিত হল ফ্রি ক্যারিয়ার কাউন্সেলিং কর্মসূচি। আগামী ২০২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করার উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা ও লক্ষ্যকে উপলব্ধি করিয়ে ভবিষ্যৎ গড়ার একটি সুন্দর প্রচেষ্টা এই কর্মসূচি।
অনেক সময় ছাত্র-ছাত্রীরা পড়াশোনার গুরুত্ব ও ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে উদাসীন থাকে বা বিভ্রান্তির মধ্যে থাকে। এই ধরণের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য এবং সঠিক দিশা খুঁজে পেতে এই কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের স্বপ্ন পূরণের লক্ষ্যে তাদের সঠিক পরামর্শ দেওয়া হয়, যাতে উচ্চ মাধ্যমিকের পর তারা তাদের উপযোগী সঠিক কোর্স নির্বাচন করতে পারে। বর্তমান সময়ে চাকরি মুখি কোর্স এবং বিভিন্ন শিক্ষামূলক সুযোগের ব্যবহার কীভাবে করা যায়, সেই বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান এবং নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল। নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মহন্ত,এছাড়াও নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রুপলাল মন্ডল, সহসভাপতি মোহাম্মদ এনায়েতুল্লা এবং নবগ্রাম অমর চাঁদ কুন্ডু কলেজের অধ্যাপক সৌমিত্র কর সহ বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের জন্য এ ধরনের কর্মসূচি বাস্তবিক অর্থেই প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করেন সবাই।