অবতক খবর,১৬ মার্চ: মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের মহুরুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অনন্তপুর ও দিগরীর মধ্যবর্তী এলাকায় উদ্ধার হল দশটি তাজা বোমা।
একটি ঝোলার মধ্যে বিস্ফোরকগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
সেই মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
আতঙ্কিত গ্রামবাসীরা দ্রুত বিষয়টি নবগ্রাম থানার পুলিশকে জানান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী।
কে বা কারা এই বোমাগুলি রেখে গেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছে, তা জানতে শুরু হয়েছে তদন্ত।
ইতিমধ্যে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।
বোম স্কোয়াডের বিশেষজ্ঞ দল এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার কাজ চালাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এতদিন এলাকায় কখনোই এমন ঘটনা ঘটেনি।
হঠাৎ করে জনবহুল এলাকার পাশে দশটি বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কে রয়েছেন সকলে।
বিশেষ করে সকাল সকাল যখন গ্রামবাসীরা মাঠের দিকে যাচ্ছিলেন, তখনই বোমাগুলি নজরে আসে। বিষয়টি জানাজানি হতেই ভিড় জমতে শুরু করে সেই স্থান টিতে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার পেছনে কোনো দুষ্কৃতীচক্র জড়িত থাকতে পারে।
কারা এই বিস্ফোরকগুলি এখানে এনে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক কাউকে দেখলেই দ্রুত থানায় খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বোমা উদ্ধারের ঘটনায় গোটা নবগ্রামজুড়ে চাঞ্চল্য ছড়ালেও পুলিশি তৎপরতায় খানিকটা স্বস্তি পেয়েছেন গ্রামবাসীরা।
তবে কেন এই বিস্ফোরক রাখা হয়েছিল এবং কোনো বড় নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা নিয়ে চলছে জোর তদন্ত।