অবতক খবর,২৮ জুলাই,জ্যোতির্ময় মণ্ডল পূর্ব বর্ধমান:রবিবার মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মন্তেশ্বর , ভাতার ব্লক সহ জেলার বিভিন্ন ব্লকের প্রায় চল্লিশটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে নবচেতনা মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয় মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে। মালডাঙ্গা আলুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে

নবচেতনা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার উদ্যোক্তাদের পক্ষে শুভাশিস পাত্র, কাঞ্চন অধিকারী,সুব্রত ভট্টাচার্য, চিরঞ্জিত হাজরা, বলেন মালডাঙ্গা আলুমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত নবচেতনা মেধা অন্বেষণ পরীক্ষা এইবছর
প্রথম মন্তেশ্বর সহ বিভিন্ন ব্লকের প্রায় ৪০টি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ৩৯৪ জন ছাত্র ছাত্রী পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

৮০ নম্বরের এই পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সফল পরীক্ষার্থী ছাড়াও এই পরীক্ষা ৮০% নাম্বার পেয়ে যারা সফল হবে তাদেরকে রুপোর পদক দিয়ে পুরস্কৃত করা হবে বলে জানান উদ্যোক্ত।
এই পরীক্ষা বেলা ১২টা থেকে শুরু হয়ে দুপুর ১-৩০ মিনিটে শেষ হয়। পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের ভিড় দেখা যায়।