অবতক খবর,১৫ মে,নববারাকপুর: গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে আর্ত মানুষের সেবায় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবা দিচ্ছে ।সমাজ সচেতনতায় বিভিন্ন ক্লাব সংগঠন এগিয়ে এসে এলাকার মানুষের উন্নতি সাধন করে চলেছে। রবিবার সকালে নববারাকপুরের বহুমুখী সামাজিক সংগঠন আফটার টেন সংস্থার সদস্যরা এগিয়ে এসে রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে স্হানীয় কস্তুরি কমিউনিটি হলের সামনে অস্থায়ী প্রাঙ্গণে। বহু মানুষ বিনা মূল্যে পরিষেবা পেল এদিন স্বাস্থ্য শিবিরে।বিশেষজ্ঞ চিকিৎসক দের উপস্থিতিতে ।
রক্ত দানের পাশাপাশি চোখ, থাইরয়েড, ইসিজি, রক্তে হিমোগ্লোবিন, ব্লাড সুগার ও প্রেসার পরীক্ষা করে বিভিন্ন বেসরকারি মেডিকেল সংস্থা। বারাসত ক্যান্সার রিসার্চ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিবিরে ৭০ জন রক্তদান করেন এবং দুই শতাধিক মানুষের বিভিন্ন পরীক্ষা করা হয় এদিন। জানান সংস্থার অন্যতম অমিত সেনগুপ্ত ও অবিন দত্ত রা।উল্লেখ্য করোনা অতিমারি কালে সাধারণ মানুষের জন্য খাদ্য, রক্তদান, পড়াশোনার শিক্ষণ সামগ্রী, বস্ত্র, জীবনদায়ী ওষুধ, অক্সিজেন পরিষেবা এবং আম্ফান ও ইয়াস সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌছে দিয়েছেন আফটার টেন সামাজিক সংগঠন ।নবতম সংযোজন অ্যাম্বুলেন্স ও শববাহী যান পরিষেবা।