অবতক খবর,২৩ ফেব্রুয়ারি,নববারাকপুর:- আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা।গত বছরের তুলনায় এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর গ্রাফ নিম্নমুখী হওয়ায় চিন্তায় শিক্ষকমহল। নববারাকপুরে কন্যাশ্রী দের টেক্কা দিয়ে এগিয়ে ছাত্র রা। কেননা করোনার জেরে বেশ কয়েক মাস স্কুল বন্ধ থাকায় পড়াশোনার প্রতি অনেকে আগ্রহ হারিয়েছে। এই বছর উত্তর ২৪ পরগনা জেলার নিউ বারাকপুরে মোট পরীক্ষার্থী সংখ্যা ৮১২ জন।গত বছর ১২ টি বিদ্যালয়ে পরীক্ষার্থী সংখ্যা ছিল ১২৮৩।তবে এই সংখ্যা গত বছরের তুলনায় ৪৭১ জন কম পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪২৮। ছাত্রীর সংখ্যা ৩৮৪। মোট পরীক্ষাকেন্দ্র ৫টি।যার মধ্যে মেইন ভেনু হয়েছে লেনিনগড় শিক্ষা নিকেতন হাই স্কুল।
প্রধান দায়িত্বে আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়। অপর চারটি সাব ভেনু হল পশ্চিম কোদালিয়া আদর্শ শিক্ষা সদন, সতীনসেন নগর হাই স্কুল, মাসুন্দা গার্লস হাইস্কুল, আহারামপুর সাহারা গার্লস হাইস্কুল। এই বছর ১১টি স্কুলের পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছে।সকাল থেকেই বিদ্যালয় গুলিতে পড়ুয়াদের উন্মাদনা উচ্ছ্বাস ছিল লক্ষনীয়।কড়া প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষাকেন্দ্রগুলিতে সিসিটিভি শুধু থাকছে তা নয়। থাকবে কড়া নিরাপত্তাব্যবস্থা। পরীক্ষার্থীদের সাথে কোন অভিভাবক পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।