অবতক খবর,২৬ নভেম্বর: ৬ নভেম্বর ১৯৪৯ – এ ভারতের সংবিধান ভারত সরকার কর্তৃক গৃহীত হয়েছিল এবং ২৬ শে জানুয়ারি ১৯৫০ – এ প্রয়োগ করা হয়েছিল। ডক্টর বাবাসাহেব ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারতের সংবিধানের স্থপতি! ৭০ বছর আগে এই দিনে ২৬ নভেম্বর ১৯৪৯ ভারতের গণপরিষদ আমাদের সংবিধান গ্রহন করেছিল।
২০১৫ সাল থেকে এই দিনটিকে ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করা হচ্ছে। যা সম্বিধান দিবস নামেও পরিচিত। মঙ্গলবার সকালে নিউ বারাকপুর পুরসভার ৮নং ওয়ার্ডে মাসুন্দা ড: বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আম্বেদকর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এলাকায় বর্ষীয়ান নাগরিকদের সন্মানিত করে যথাযথ মর্যাদার সাথে সংবিধান দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন জনপ্রিয় সুচিকিৎসক ডাঃ নিতাই পদ রায়, আম্বেদকর অনুরাগী সংগঠক অনিমেশ বিশ্বাস সহ স্থানীয় ক্লাব সংগঠক ও কতিপয় বিশিষ্ট জনেরা।