অবতক খবর,১৬ জুন,নববারাকপুর : শিক্ষকরা জাতির মেরুদন্ড।মানুষ তৈরির কারিগর। শিক্ষকরা কখনও প্রাক্তন হয় না। তারা সবসময়ই বর্তমান।প্রাক্তনী রা স্ব মহিমায় প্রতিষ্ঠিত হয়ে ছাত্র শিক্ষক গুরু শিষ্য পরম্পরা এক অনাড়ম্বর পরিবেশে আনন্দ উল্লাস অনুষ্ঠান নজির স্থাপন করল বয়েজ হাই স্কুলের ৭৮-৮০ ব্যাচের প্রাক্তনীরা।
রবিবার সন্ধ্যায় নববারাকপুর কলোনী উচ্চ বালক বিদ্যালয়ের ১৯৭৮-৮০ ব্যাচে প্রাক্তনীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও তৎকালীন সময়ে উপস্থিত ছয় জন শিক্ষক দের রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠান হল স্থানীয় রামকৃষ্ণ পাঠাগার বিবেকানন্দ মঞ্চে।৭৮ সালে মাধ্যমিক ও ৮০ সালে উচ্চ মাধ্যমিকে কৃতি প্রাক্তনীদের সহধর্মিনী ছেলে মেয়েদের অনুষ্ঠান ঘিরে ছাত্র শিক্ষক পরম্পরা অনুষ্ঠানে ব্যপক আলোড়ন ফেলে দেয় এদিন।
শিক্ষকরা সংবর্ধনায় আপ্লুত আনন্দিত।প্রাক্তনীদের সহধর্মিনী সহ পরিবারের ছেলে মেয়েদের শিল্পী কলাকুশলদের নাচ গান কবিতা গীতিআলেখ্য এবং শ্রুতিনাটকের জমজমাট অনুষ্ঠান ভালো সাড়া ফেলে দেয় এদিন। চলে রাত পর্যন্ত অনুষ্ঠান।সংস্থার সভাপতি শ্যামা প্রসাদ মৈত্র জানান কলোনী উচ্চ বালক বিদ্যালয়ের ৭৮ সালে মাধ্যমিক ও ৮০ সালে উচ্চ মাধ্যমিক ব্যাচে প্রাক্তনীরা ঐক্যবদ্ধ ভাবে তৎকালীন সময়ের ৯ জন শিক্ষক দের মধ্যে ছয় জনকে সংবর্ধনা দেওয়া হয় এবং কৃতী প্রাক্তনীদের পরিবারের স্ত্রী ছেলে মেয়েরা শিল্পী কলাকুশলিরা সংগীত নৃত্য আবৃত্তি পরিবেশন করে সাংস্কৃতিক পরিমন্ডলে আনন্দ উপভোগ করেন এদিন।
উপস্থিত ছয় জন শিক্ষক রা হলেন পূর্ণেন্দু বসু, নিমাই চন্দ্র কর্মকার, শংকর বসু, অরূপ লাহিড়ী, সুভাষ বসু, সনজিৎ কুন্ডু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাচিক শিল্পী বনানী বসু।