অবতক খবর,৩১ মার্চ,নববারাকপুর : সব খেলার সেরা বাঙালির প্রিয় তুমি ফুটবল… কিংবদন্তী সংগীত শিল্পী মান্না দের সেই বিখ্যাত গান বাঙালির মনে আজও দোলা দেয়। ফুটবল খেলার জনপ্রিয়তাকে ধরে রাখতে রবিবার নববারাকপুর খড়েরমাঠ সংহতি সংঘের উদ্যোগে স্থানীয় পুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একদিনের হকিবার নকআউট পর্যায়ে আট দলের ফুটবল প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সকালে সংঘ গৃহে ছিল বিরাট বসে আঁকো প্রতিযোগিতা। ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নববারাকপুর তারা মা এন্টারপ্রাইজ রানার্স দমদমের গুড্ডু এন্টারপ্রাইজ।

বিজয়ী ও বিজিত দলের হাতে বিশালাকার সুদৃশ্য প্রয়াত নারায়ণ চন্দ্র রায় ও প্রমীলা রায় স্মৃতি ট্রফি ও নগদ আর্থিক পুরষ্কার তুলে দেওয়া হয় সন্ধ্যায়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার ৯নং ওয়ার্ডের পুর প্রতিনিধি তথা প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদার, বর্ষীয়ান নাগরিক অসিত কুমার বিশ্বাস, অমল কৃষ্ণ মজুমদার, সংঘের অন্যতম প্রদীপ দেওয়ানজি, বিদুর মজুমদার, অজিত বিশ্বাস। সংঘের সভাপতি পংকজ হাওলাদার, ক্রীড়া সম্পাদক মানস কুমার সিকদার, সঞ্জয় বিশ্বাস, শংকর রায় সহ অতীত দিনের ফুটবলার সুমিত ভক্ত, জাগ্রত সরকার সহ অন্যান্যরা। ফুটবল খেলা ঘিরে খুদে থেকে বড় দের উপস্থিতি ছিল বেশ ভালো ।