অবতক খবর,অলোক আচার্য,নববারাকপুর: গ্রীষ্মকালীন রক্ত সংকটে রক্তদান শিবিরে এগিয়ে আসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। আর্ত মানুষের সেবায় এর থেকে বড় কোন মানবিক দান হতে পারে না। জানান রাজ্যের মন্ত্রী দ্বয় চন্দ্রিমা ভট্টাচার্য এবং রথীন ঘোষ। রবিবার সকালে নববারাকপুর পুরসভার ১৭নং ওয়ার্ডের লেনিন সরণির বহুমুখী সামাজিক সংগঠন পল্লী উন্নয়ন সংঘের ৭২ তম রক্তদান শিবির অনুষ্ঠিত হল নিজস্ব সংঘ গৃহে। শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, সমাজসেবী সুখেন মজুমদার, সুভাষ বন্দ্যোপাধ্যায়, স্হানীয় কাউন্সিলর নিখিল মালো, মিহির দে, মনোজ সরকার, আরতি দাস মল্লিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ক্রীড়ামোদী ও এলাকার বরিষ্ঠ নাগরিকরা।

মন্ত্রী থেকে পুরপ্রধান ক্রীড়া সংগঠক রা রক্তদাতাদের উৎসাহিত করেন এদিন।কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিবিরে ১৩০ জন রক্তদান করেন এদিন। জানান সংস্থার সভাপতি মৃনাল কান্তি দাস, সম্পাদক অরবিন্দ বিশ্বাস।সংস্থার সদস্যদের আন্তরিকতা ও নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।