অবতক খবর,১৭ ফেব্রুয়ারী,নববারাকপুর : নববারাকপুর পশ্চিম মাসুন্দা নেতাজী সংঘে সর্বপ্রথম চালু হল অ্যাথলেটিক কোচিং সেন্টার। দায়িত্বে রয়েছেন প্রাক্তন বাংলার কোচ সোদপুর নাটাগড় নিবাসী সীতাংশু আচার্য। নববারাকপুরে সর্বপ্রথম রবিবার বিকেলে নিজস্ব সংঘ ময়দানে জোরকদমে শুরু হয়ে গেল। অ্যাথলেটিক কোচিং। দায়িত্ব প্রাপ্ত কোচ সীতাংশু আচার্য জানান বাংলায় অ্যাথলেটিক্স এর যা অবস্থা বর্তমানে প্রত্যেক জায়গায় করা খুবই প্রয়োজন। নতুন করে উদ্যোগ নিল পশ্চিম মাসুন্দা নেতাজী সংঘ। ভালো কাজ।
এলাকায় বহু ট্যালেন্ট ছেলে মেয়ে রয়েছে প্রতিভা আছে। ট্রেনিং এর সুযোগ পাচ্ছে না। এখানে থেকে সেই সব প্রতিভাবান ছেলে মেয়েরা আগে প্রশিক্ষণের সুযোগ পাবেন। মঙ্গলবার সকাল ৭টা এবং শুক্রবার ও রবিবার বিকেল ৪:৩০ মিনিটে চলবে কোচিং সংঘ ময়দানে। শুরুতে ট্রেনার অভিভাবক ও ছেলে মেয়েদের সাথে পরিচিতি পর্ব সারেন। তারপর ছেলে মেয়েদের মাঠে নিয়ে দৌড় হাইজাম্প লংজাম্প বল থ্রো সহ নানান কৌশল টেকনিক অনুশীলন চলল। অভিভাবক রাও উপস্থিত থেকে কোচিং দেখলেন।
ছিলেন সংঘের অ্যাথলেটিক দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা। সংঘের সাধারণ সম্পাদক দীপেশ অধিকারী জানান নববারাকপুর শহরে অ্যাথলেটিক ট্রেনিং উৎসাহী অনেক ছেলে মেয়ে রয়েছে। বিভিন্ন দূরত্বের দৌড় সহ জাভলিং বল থ্রো শর্টপুট বিভিন্ন ইভেন্টে আগ্রহীরা সঠিকভাবে প্রশিক্ষণের অভাবে শহর থেকে ভাল ছেলে মেয়েরা উঠতে পারছে না। সেইসব আগ্রহী প্রতিভাবান ছেলে মেয়েদের কথা চিন্তা করে জেলা কিংবা রাজ্য স্তরে অ্যাথলিট সুনাম বজায় রাখতে নববারাকপুর শহরে সর্বপ্রথম পশ্চিম মাসুন্দা নেতাজী সংঘ চালু করল অ্যাথলেটিক কোচিং সেন্টার। ভাল পড়াশোনার পাশাপাশি অ্যাথলেটিক খেলাধূলো শরীরচর্চার মধ্যে দিয়ে ভবিষ্যতে ছেলে মেয়েরা নির্দিষ্ট জায়গায় পৌছাতে পারবে বলে ধারণা দীপেশ সহ সংঘের কতৃপক্ষের।