অবতক খবর,১২ মার্চ, নববারাকপুর : নববারাকপুরে উদ্বাস্তু কলোনীর তৎকালীন স্বনামধন্য কাঠের ব্যবসায়ী। ৭৫ বছর বয়সে বাধর্ক্যজনিত কারণে মারা গিয়েছেন। মৃত্যুর আগে নববারাকপুর পুরসভাকে কমবেশি দশ কাঠা জমি দান করেছেন। পুরসভার ১৯ নং ওয়ার্ডে সেই জমিতেই মধুসূদন দত্তের নামে শিশু উদ্যানে গড়ে তোলা হয়। মধুসূদন দত্তের মর্মর মূর্তি ও প্রতিস্থাপন করা হয় মৃত্তিকা উদ্যানে।১২ ই মার্চ রবিবার মধুসূদন দত্তের ১৫৩ তম জন্মদিন পালন করল নববারাকপুর পুরসভা। তার মর্মর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, স্হানীয় ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মনোজ সরকার সহ প্রয়াত মধুসূদন দত্তের বরিষ্ঠ নাতি অনিল দত্ত,নাত বৌ গীতারানি দত্ত, নিরঞ্জন দত্ত, মনোরঞ্জন দত্ত, অমিত দত্ত, সহ ওয়ার্ডের বিশিষ্ট জনেরা।

পুরপ্রধান প্রবীর সাহা বলেন নববারাকপুর পুরসভার উদ্যোগে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ঋষি মনীষিদের জন্মদিন পালন করার পাশাপাশি শহরে বিদগ্ধ স্বনামধন্য মানুষদের জন্মদিন পালন করা হয় তার মধ্যে মধুসূদন দত্ত অন্যতম। তার দান করা জমিতেই মধুসূদন দত্ত নামাঙ্কিত (মৃত্তিকা) শিশু উদ্যান গড়ে তোলা হয়। এইসব মহান মানুষদের শ্রদ্ধা জানাতে পেরে নিজেরা গৌরবান্বিত হলাম।ইতিমধ্যেই শহরের প্রাণপুরুষ কর্মবীর হরিপদ বিশ্বাস, নাট্যকার নরেশ চক্রবর্তী, সাহিত্যিক যোগেশচন্দ্র বাগলের জন্মদিন ও যথাযথ মর্যাদার সাথে পালন করেছে পুরসভা। আগামী দু এক মাসের মধ্যে শিশু উদ্যানের নবরুপে সুসজ্জিতকরন পরিচ্ছন্নতা করা হবে বলে প্রতিশ্রুতি দেন পুরপ্রধান পরিবারের দাবি অনুযায়ী।